Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

 


এক নজরে ইউআরসি

উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের স্বল্প মেয়াদি প্রশিক্ষণ প্রদান করে থাকে। মিনি পিটিআই হিসেবে পরিচিত ইউআরসিতে ১ থেকে ৩০ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে।

এখানে প্রাথমিক শিক্ষা মানোন্নয়নের সাথে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিবর্গ যেমন- প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও তত্ত্ববধানকারী ব্যক্তিবর্গ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সদস্যগণের সকলকেই সাধারণভাবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের জন্য এবং বিদ্যালয় ব্যবস্থাপনা ও একাডেমিক সুপারভিশনের উন্নয়ন এবং স্থানীয় সম্পদ সংগ্রহ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ ইত্যাদি বিষয়ের উপর পেশাগত প্রশিক্ষণ প্রদান করা হয়। ইউআরসি প্রাথমিক শিক্ষায় ব্যবহৃত আধুনিক উপকরণাদি ও কলাকৌশল প্রদর্শণীর কেন্দ্র হিসাবে কাজ করে। স্থানীয়ভাবে অথবা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) পরিচালিত প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যাবতীয় প্রশিক্ষণ, ওরিয়েণ্টেশন ও সেমিনার আয়োজন কেন্দ্র হিসাবে কাজ করা। প্রাথমিক বিদ্যালয়ের জন্য ডিজিটাল কনটেন্ট তৈরি, পাঠ সংশিষ্ট শিক্ষা উপকরণ তৈরি, সংরক্ষণ ও শ্রেণিকক্ষে এর ব্যবহার সম্পর্কে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করে থাকে।

উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) কার্যক্রম সংক্রান্ত নতুন পরিপত্র:
 ২০০৬ সালের পর ২০২৩ সালে ইউআরসি'র কার্যক্রম বাস্তবায়নে নতুন পরিপত্র জারি করায় যথাযথ কর্তৃপক্ষকে জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ৷ 
নতুন পরিপত্রে ইউআরসি'র লক্ষ্য, উদ্দেশ্য, কার্যাবলী এবং কর্মকর্তা/কর্মচারীদের দায়িত্ব ও কর্তব্য সুচারুভাবে নিরূপিত হয়েছে৷ 
পরিপত্রে ইউআরসি'র কার্যক্রমের সাথে বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই সুপারিন্টেন্ডেন্ট, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির সম্পৃক্ততা স্পষ্টভাবে বিধৃত হয়েছে৷ 
আশা করি, এ পরিপত্রের আওতায় ইউআরসি'র কার্যক্রম অধিকতর গতিশীল হবে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রতিষ্ঠানটির অবদান অব্যাহত থাকবে