প্রিয় সহকর্মী গত ১৯/০৯/২০২৩ তারিখের প্রধান শিক্ষকগণের জরুরী মিটিংয়ের সিদ্ধান্ত/ আলোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্ষুদে বিজ্ঞানীদের মেলা ক্লাস্টার পর্যায়ে আগামী ২৭/০৯/২০২৩ খ্রিঃ এবং উপজেলা পর্যায়ে ০২/১০/২০২৩খ্রিঃ অনুষ্ঠিত হবে। ক্লাস্টার পর্যায়ে সকল বিদ্যালয়ের অংশগ্রহন বাধ্যতামূলক। প্রত্যেক ইউনিয়ন/ পৌরসভা হতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী বিদ্যালয় উপজেলা পর্যায়ে অংশগ্রহন করবে। ক্লাস্টারের সব ইউনিয়নের বিদ্যালয়রর প্রোগ্রাম একই স্থানে হলেও ইউনিয়ন ভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্ধারন করা হবে। এছাড়া উপজেলা পর্যায়ে ক্ষুদে বিজ্ঞানীদের জন্য ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির বিজ্ঞান বিষয়ের উপর উন্মুক্ত কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হবে এবং ১০ জন ক্ষুদে বিজ্ঞানীকে পুরস্কৃত করা হবে। সকল প্রধান শিক্ষক ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকগণকে দ্রুত প্রস্তুতি নিতে অনুরোধ করা হলো। ধন্যবাদ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস